নভোথিয়েটার, রাজশাহী
বাংলাদেশের প্রযুক্তি ও
বিজ্ঞান চর্চার
নতুন
দিগন্ত
উন্মোচন করতে
রাজশাহীতে গড়ে
উঠেছে
বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান
নভোথিয়েটার। এটি
দেশের
দ্বিতীয় বৃহত্তম নভোথিয়েটার, যা
রাজশাহীর শহীদ
এএইচএম
কামারুজ্জামান পার্কে
অবস্থিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ
হাসিনা
২০২৩
সালের
সেপ্টেম্বরে এই
অত্যাধুনিক নভোথিয়েটার উদ্বোধন করেন।
নভোথিয়েটারটি বিজ্ঞান, প্রযুক্তি ও
মহাকাশবিষয়ক নানা
বিষয়
উপস্থাপনের জন্য
তৈরি
করা
হয়েছে।
এতে
রয়েছে
আধুনিক
প্ল্যানেটেরিয়াম, ৫ডি
মুভি
থিয়েটার, ইমারসিভ রাইড সিমুলেটর এবং
বিভিন্ন এক্সিবিটস গ্যালারি।
প্লানেটেরিয়াম প্রদর্শনীর নতুন সময়সূচী:
প্রদর্শনী সমূহের নাম | সময় | প্রবেশ মূল্য | আসন সংখ্যা |
---|---|---|---|
নভোথিয়েটারের অভ্যন্তরে প্রবেশ (আবশ্যক) | ৩০/- | - | |
প্লানেটেরিয়াম প্রদর্শনী | ৫৫-৬০ মিনিট | ১০০/- | প্রতি শো ১৫০ জন |
৫ডি মুভি থিয়েটার | ০৫-০৭ মিনিট | ৫০/- | প্রতি শো ৪৮ জন |
ইমারসিভ রাইড সিমুলেটর | ০৬-০৮ মিনিট | ৫০/- | প্রতি শো ১৬ জন |
ডিজিটাল এন্ড সায়েন্টিফিক এক্সিবিটস গ্যালারী | - | ৫০/- | - |
টেলিস্কোপ | - | - | - |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার রাজশাহীর প্রযুক্তি ও বিজ্ঞান চর্চাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। এটি শুধু বিনোদনই নয়, বরং শিক্ষার জন্যও একটি অনন্য সুযোগ। মহাকাশ ও বিজ্ঞানের প্রতি আগ্রহী যে কেউ এখানে এসে অভূতপূর্ব অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
নভোথিয়েটার সাপ্তাহিক ছুটির দিন বুধবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। বিশেষত বিকেলে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান।
=০=
0 Comments