Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

রুয়েট (RUET)-এ IICT ও IEES-এ এম.এসসি ইঞ্জিনিয়ারিং/পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তি-(২০২৪-২০২৫) বিজ্ঞপ্তি

  IICT ও IEES-এ এম.এসসি ইঞ্জিনিয়ারিং/পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তি-(২০২৪-২০২৫) বিজ্ঞপ্তি

RUET logo

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

(Rajshahi University of Engineering & Technology)

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (Institute of Information and Communication Technology-IICT) ও ইনস্টিটিউট অব এনার্জি এন্ড ইনভায়রনমেন্ট স্টাডিজ (Institute of Energy and Environment Study-IEES)-তে পিএইচ.ডি/ এম.এসসি ইঞ্জিনিয়ারিং/ এম.ইঞ্জিনিয়ারিং/ পিজিডি (Post Graduate Diploma) প্রোগ্রামে ভর্তির জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট হতে নির্ধারিত ফরমে Online Portal- এর মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

ruet-iict-iees-admission-notice-2024-2025

ভর্তির যোগ্যতাঃ

(১) IICT ও IEES-এ এম.এসসি ইঞ্জিনিয়ারিং/ এম.ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির জন্য প্রার্থীদেরকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫.০০ এর মধ্যে কমপক্ষে ৩.৫০ পেয়ে পাশ করতে হবে (ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাতে জিপিএ ৪.০০ এর মধ্যে ২.৭৫ পেয়ে পাশ করতে হবে) ও কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে চার বছর মেয়াদী বিএসসি (ইঞ্জিনিয়ারিং/ সায়েন্স) বা সমতুল্য ডিগ্রীতে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ২.৭৫ পেতে হবে এবং পিএইচ.ডি কোর্সে ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিসিপ্লিনে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ পেয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য ডিগ্রী থাকতে হবে।
অথবা 
সংশ্লিষ্ট ডিসিপ্লিনে PGD ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে B.Sc. Engg./ B.Sc. Ag./ B.Sc. Econ. or B.Sc./B.S.S. degree/ M.A. or M.Sc. or M.S.S degree/ BURP/ B.Arch. degree বা সমতুল্য ডিগ্রীতে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ২.৭৫ পেতে হবে।
(২) IICT ও IEES-এ PGD (Post Graduate Diploma) কোর্সে ভর্তির জন্য প্রার্থীদেরকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমতূল্য পর্যায়ে যে কোন একটিতে জিপিএ ৫.০০-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ পেয়ে পাশ করতে হবে, তবে কোন পরীক্ষাতে জিপিএ ৫.০০ এর মধ্যে ৩.০০ এর নীচে/ ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে B.Sc. Eng./ B.Sc. Ag/ B.Sc. Econ অথবা B.Sc./BSS Degree/ M.A অথবা M.Sc. অথবা MSS Degree/ BURP/ B. Arch. ডিগ্রী বা সমতুল্য ডিগ্রীতে ৪.০০ এর মধ্যে ২.৫০ পেতে হবে।
(৩) দরখাস্তের সাথে SSL সার্ভিসের মাধ্যমে ১০০০/= (এক হাজার) টাকা পরিশোধ করতে হবে।
(৪) বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.pg.ruet.ac.bd) হতে Online-এর মাধ্যমে ভর্তি ফরম পূরণপূর্বক ২০/০৩/২০২৫ খ্রি. হতে ১২/০৪/২০২৫ খ্রি. মধ্যে আবেদন করতে হবে। সকল পরীক্ষার সনদপত্র ও ট্রান্সট্রিস্ট/মার্কসীট-এর সত্যায়িত ফটোকপি এবং সিলেবাস/কারিকুলাম-এর সত্যায়িত ফটোকপি ওয়েবসাইট লিংকে জমা দিতে হবে। তবে পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত শিক্ষার্থীদের সিলেবাস/কারিকুলাম-এর ফটোকপি জমা দিতে হবে না।
(৫) যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ১৩/০৪/২০২৫ খ্রি.।
(৬) ভর্তি পরীক্ষা গ্রহণ: ১৯/০৪/২০২৫ খ্রি.।
(৭) ফলাফল প্রকাশঃ ১৯/০৪/২০২৫ খ্রি.।
(৮) সকল নির্বাচিত প্রার্থীকে (স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত বলে গণ্য হলে) PGD- এর নির্ধারিত ভর্তি ফি= ১২,০০০/- (বার হাজার) টাকা এবং পিএইচ.ডি/এম.এসসি ইঞ্জিনিয়ারিং/ এম.ইঞ্জিনিয়ারিং-এর নির্ধারিত ফি ১৮,৫০০/- (আঠার হাজার পাঁচশত) টাকা প্রদানপূর্বক ৩০/০৪/২০২৫ খ্রি. মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে এবং শিক্ষা শাখায় কাগজ-পত্রাদি জমা দিতে হবে।
(৯) ক্লাস শুরু: ০৩/০৫/২০২৫ খ্রি.।
(১০) চাকুরীরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
(১১) প্রার্থী ইতোপূর্বে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে ভর্তির সময় ভর্তি বাতিলের সনদপত্র জমা দিতে হবে।
(১২) চাকুরীরত প্রার্থী নিয়োগকারী কর্তৃপক্ষের সম্মতিক্রমে খন্ডকালীন ছাত্র হিসাবেও ভর্তির জন্য আবেদন করতে পারবে।
(১৩) চাকুরীরত পিএইচ.ডি প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে ০১ (এক) বছরের ছুটি নিতে হবে।
(১৪) বেসরকারী বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত ভর্তিচ্ছু প্রার্থীদের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো প্রযোজ্য হবেঃ
(ক) বিশ্ববিদ্যালয়টি ইউজিসি কর্তৃক অনুমোদিত হতে হবে।
(খ) রুয়েটের সাথে উক্ত বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এবং ক্রেডিট সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

=০=

Post a Comment

0 Comments