Rajshahi University of Engineering & Technology (RUET)Electrical and Electronic Engineering (EEE)
M.Sc/Phd Admission Syllabus-EEE
এমএসসি/পিএইচডি ভর্তি পরীক্ষার সিলেবাস-ইইই
ভর্তি পরীক্ষায় ১ ঘন্টা সময়ে মোট ৮০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বমোট ৮টি প্রশ্ন থাকবে যার প্রত্যেকটির মান হবে ১০ নম্বর। পরীক্ষায়
(ⅰ) Electrical Circuit
(ii) Power System
(iii) Analog Electronics & Digital Electronics
(iv) Electrical Machines
(v) Control, Measurement & Instrumentation
(vi) Microwave, EM Fields & Waves
(vii) Computational Methods in Electrical & Electronics Engineering
(viii) Basic Communication Engineering
বিষয়ের উপর মৌলিক প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদেরকে ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ গ্রহন করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য প্রার্থীদেরকে সকল প্রয়োজনীয় সনদপত্রাদি (বিজ্ঞাপনে উল্লেখিত) অবশ্যই সঙ্গে আনতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত সর্বমোট নম্বরের ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
Website of RUET EEE Department: https://www.eee.ruet.ac.bd
0 Comments