Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

NCTB Old Syllabus Class (Three) 2010 || ক্লাস থ্রি || তৃতীয় শ্রেণি বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ

  ক্লাস থ্রি || তৃতীয় শ্রেণি বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ


বাংলা বাঙালির মাতৃভাষা | বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা | শিক্ষার সকল ক্ষেত্রে বাংলা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বাংলা কেবল একটি বিষয় নয়, এটি সকল বিষয় শেখার মাধ্যম। এদিক থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বাংলা ভাষায় শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা অর্জন অপরিহার্য । তাই বাংলা ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থী যেন শ্রেণিভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা আনন্দময় পরিবেশে আয়ত্ত করতে পারে সেদিকে লক্ষ রেখেই বাংলা পাঠ্যপুস্তকটি প্রণয়ন করা হয়েছে। প্রতিটি পাঠে শব্দ ও বাক্য সম্নিবেশের ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স, মেধা ও গ্রহণক্ষমতা যেমন বিবেচনা করা হয়েছে তেমনি বৈচিত্র্যময় করার দিকেও লক্ষ রাখা হয়েছে। পাঠ যথাসম্ভব নির্ভার করার জন্য ব্যবহৃত হয়েছে সহজ ও সাবলীল বাক্য | এ শ্রেণির শিশুদের জন্য নির্ধারিত অর্জন উপযোগী যোগ্যতা/শিখনফলভিত্তিক পাঠ ধারাবাহিক অনুশীলন ও মূল্যায়নের লক্ষ্যে পাঠের শেষে অনুশীলনীমূলক কাজের নমুনা সরনিবেশিত হয়েছে।

ক্লাস থ্রি || তৃতীয় শ্রেণি বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ: বাংলা

nctb-2010-class-iii-bangla
বইটি এখান থেকে DOWNLOAD করুন

ক্লাস থ্রি || তৃতীয় শ্রেণি বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ: ইংরেজি

The “English for Today’’ textbooks have been developed to help students attain competencies in all four language skills in English through meaningful and enjoyable activities. Emphasis has been given to listening and speaking skills as the foundation for developing reading and writing skills. Topics and themes have been selected in a way that would not only help students address the needs of real-life situations but would also inculcate human values in them and broaden their mental horizon. Grammar points and planned activities to develop students’ competence in all four language skills have been presented within contexts systematically and graded.

nctb-2010-class-iii-english
বইটি এখান থেকে DOWNLOAD করুন

ক্লাস থ্রি || তৃতীয় শ্রেণি বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ: গণিত

গণিত বিষয়টি বিমূর্ত । এর বিষয়বস্তুগুলোর উপস্থাপন সহজ করার জন্য প্রয়োজনীয় ব্যাখ্যা, ছবি ও উদাহরণ দেওয়া হয়েছে। শিখনে শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি ও পাঠ গ্রহণ সহজ করার জন্য উদাহরণের সাথে নিজে করি যোগ করা হয়েছে। পাঠ্যপুস্তকে পর্যাপ্ত অনুশীলনের ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া পাঠ্যপুস্তকের বিষয়বস্তু 'সহজ থেকে কঠিন' রীতি অনুসরণ করে সাজানো হয়েছে। শিক্ষার্থীরা যাতে শিখনে উৎসাহী ও উদ্যোগী হতে পারে সেদিকেও বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে।

nctb-2010-class-iii-mathematics

বইটি এখান থেকে DOWNLOAD করুন

ক্লাস থ্রি || তৃতীয় শ্রেণি বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ: ইসলাম শিক্ষা

শিশুর দৈহিক মানসিক, সামাজিক, আখ্যাত্রিক ও মানবিক বিষয়ে সার্বিক বিকাশ ও উন্নয়ন সাধনই হচ্ছে প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য । এ লক্ষ্যে পৌছানোর জন্য প্রাথমিক শিক্ষার মাধ্যমে যে সাধারণ উদ্দেশ্যগুলো অর্জন করতে হবে তার মধ্যে অন্যতম হলো শিক্ষার্থীর মনে সর্বশক্তিমান আল্লাহ্‌ তায়ালার প্রতি অটল আস্থা ও বিশ্বাস শিক্ষার্থীর আধ্যাত্মিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ এবং সব ধর্মের মানুষের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে সক্ষম করে গড়ে তোলা। এ বিষয়গুলোর প্রতি দৃষ্টি রেখে প্রাথমিক শিক্ষাস্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিখনফল, বিষয়বস্তু ও পরিকল্পিত কাজ চিহ্নিত করে পাঠ্যপুস্তকটি প্রণয়ন করা হয়।

nctb-2010-class-iii-islamic-studies
বইটি এখান থেকে DOWNLOAD করুন

ক্লাস থ্রি || তৃতীয় শ্রেণি বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ: বিজ্ঞান

শিশুদের চারপাশে রয়েছে নানা বস্তু । প্রকৃতিতে প্রতিনিয়ত ঘটছে নানা ঘটনা । আকাশের রংধনু, গাছ, ফুল, পাখি, ভোরের সূর্য, রাতের তারাভরা আকাশ সবই গভীর আনন্দের ও অপার বিস্ময়ের  শিক্ষার্থীর ভালোলাগার এই অনুভূতি, তার দেখা নানা বস্তু ও ঘটনা নিয়ে নানা প্রশ্ন তাকে অনুসন্ধিৎসু ও অনুসন্ধানী করে তোলে  পরিমার্জিত শিক্ষাক্রমে এই উপলব্ধি বিশেষ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে যে, বিজ্ঞান শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ । সম্পর্কহীনভাবে নীরস তথ্য মুখস্থ করার মধ্যে কোনো আনন্দ নেই। নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবনের মধ্য দিয়ে তথ্যের পরিবর্তন হয়। বিজ্ঞান শিক্ষার দুটি মূলধারা গুরুত্বপূর্ণ । একটি হলো তথ্যসমৃদ্ধ জ্ঞান অর্জন, অন্যটি হলো প্রশ্ন উথাপন, পরীক্ষণ, পর্যবেক্ষণ, তথ্য ও তত্ত্বের শুদ্ধতা যাচাইয়ের ভিতর দিয়ে অংশগ্রহণ  এই দুটি উপাদান পরস্পরের পরিপূরক  বিজ্ঞানের বিভিন্ন শাখা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সমস্বয় সাধন পরিমার্জিত শিক্ষাক্কমের আর একটি লক্ষ্য।

nctb-2010-class-iii-general-science
বইটি এখান থেকে DOWNLOAD করুন

 ক্লাস থ্রি || তৃতীয় শ্রেণি বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ: সমাজ

nctb-2010-class-iii-social-science
বইটি এখান থেকে DOWNLOAD করুন

Post a Comment

0 Comments