Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

NCTB Old Syllabus Class (Two) 2010 || ক্লাস টু || দ্বিতীয় শ্রেণি বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ

 দ্বিতীয় শ্রেণি বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ (২০১০)

class ii

আমাদের শৈশবের এক অমূল্য সম্পদ ছিল NCTB-র পুরোনো বোর্ড বই। বিশেষত, ক্লাস টু-এর বোর্ড বইগুলো ছিল শিক্ষাজীবনের এক উজ্জ্বল অধ্যায়। এই বইগুলো শুধু পড়াশোনার হাতেখড়ি নয়, আমাদের মনের গঠন ও নৈতিক শিক্ষার ভিত্তি গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল।

পুরাতন বোর্ড বইগুলো তাদের সহজ ভাষা এবং আকর্ষণীয় বিন্যাসের জন্য বিখ্যাত ছিল। প্রতিটি অধ্যায় এমনভাবে সাজানো থাকত যেন শিশুদের শেখার প্রক্রিয়া মসৃণ ও উপভোগ্য হয়। বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ছিল শিক্ষার পাশাপাশি কল্পনার জগত ঘুরে দেখার সুযোগ।

পুরাতন এই বোর্ড বইগুলো এখন আর পাঠ্যক্রমে নেই। কিন্তু যারা এই বইগুলো নিয়ে শৈশব কাটিয়েছে, তাদের জন্য এটি এক গভীর নস্টালজিয়ার উৎস। স্কুলব্যাগে বইগুলো রেখে স্কুলে যাওয়া, ক্লাসে পড়ার সময় গল্পের ছবিগুলো নিয়ে কল্পনায় মগ্ন হওয়া – এসব স্মৃতি আজও জীবন্ত।

NCTB-র পুরানো বোর্ড বইগুলো শুধু শিক্ষার মাধ্যম নয়, বরং শৈশবের গল্প বলার সঙ্গী। আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এই বইগুলো হয়তো হারিয়ে গেছে, কিন্তু এর সহজ সরল উপস্থাপনা এবং অন্তর্নিহিত শিক্ষার মূল্য আজও অবিস্মরণীয়।

ক্লাস টু || দ্বিতীয় শ্রেণি বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ: বাংলা

class ii bangla
বইটি এখান থেকে DOWNLOAD করুন

ক্লাস টু || দ্বিতীয় শ্রেণি বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ: ইংরেজি

class ii English

বইটি এখান থেকে DOWNLOAD করুন

ক্লাস টু || দ্বিতীয় শ্রেণি বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ: গণিত

class ii mathematics

বইটি এখান থেকে DOWNLOAD করুন

শিক্ষা জীবনের সূচনা হয় পাঠ্যপুস্তকের সাথে। আর বাংলাদেশের শিক্ষার্থীদের জীবনের এক অনন্য অধ্যায় গড়ে তোলে এনসিটিবি (NCTB) বা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বইগুলো।

প্রথম শ্রেণি বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ এখান থেকে DOWNLOAD করুন

নবম-দশম শ্রেণির বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ এখান থেকে DOWNLOAD করুন

ধন্যবাদ।

Post a Comment

0 Comments