Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

NCTB Old Syllabus Class of 1 (One) 2010 || ক্লাস ওয়ান || প্রথম শ্রেণি বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ

  ক্লাস  ওয়ান || প্রথম শ্রেণি বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ 

class one book

আমাদের শৈশবের একটি অন্যতম সুন্দর স্মৃতি হলো স্কুলের ক্লাস ওয়ানের বইগুলো। সেই সময়ে, যখন আমরা প্রথমবারের মতো স্কুলে ঢুকছি, তখন আমাদের হাতে এসে পড়ত এক বিশেষ ধরনের বই—NCTB (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) থেকে প্রকাশিত ক্লাস ওয়ানের পাঠ্যবই। এই বইগুলো শুধু শিক্ষার মাধ্যম ছিল না, বরং এগুলো ছিল আমাদের জীবনের প্রথম বন্ধু, যা আমাদের পড়াশোনার পাশাপাশি আনন্দ এবং উৎসাহও দিয়েছে।

ক্লাস ওয়ানের বইগুলো ছিল খুবই সহজ এবং শিশুদের জন্য তৈরি। এগুলোতে ছিল বড় বড় ছবি, সহজ শব্দ এবং মজার কাহিনী। এই বইগুলো পড়ে আমরা প্রথমবারের মতো বর্ণমালা শিখেছি, সংখ্যা গুণেছি এবং প্রকৃতির সাথে পরিচয় করেছি। এই বইগুলো ছিল আমাদের প্রথম শিক্ষক, যা আমাদের জীবনের প্রথম ধাপে সঠিক দিকনির্দেশনা দিয়েছে।

এই বইগুলো শুধু শিক্ষার মাধ্যম ছিল না, বরং এগুলো ছিল আমাদের শৈশবের একটি অংশ। এই বইগুলো আমাদের প্রথম পড়াশোনার সঙ্গী ছিল। এগুলোর মাধ্যমে আমরা শিখেছি কীভাবে পড়তে হয়, কীভাবে লিখতে হয় এবং কীভাবে ভাবতে হয়। এই বইগুলোর পাতায় আমাদের হাতের লেখা এখনও জমে আছে, যা আমাদের সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনে।

ক্লাস  ওয়ান || প্রথম শ্রেণি: বাংলা বই
class i bangla book
বইটি এখান থেকে DOWNLOAD করুন

ক্লাস  ওয়ান || প্রথম শ্রেণি: ইংরেজি বই

class i English book
বইটি এখান থেকে DOWNLOAD করুন

ক্লাস  ওয়ান || প্রথম শ্রেণি: গণিত বই

class i math book

বইটি এখান থেকে DOWNLOAD করুন

আজকের শিশুরা ডিজিটাল যন্ত্রপাতি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিখছে। তবে ক্লাস ওয়ানের পুরাতন বোর্ড বইগুলো এখনও গুরুত্বপূর্ণ, কারণ এগুলো শিশুদের শিক্ষার ভিত্তি গড়ে তোলে। 

NCTB Old Syllabus (SSC) Books (Science) Class of 9-10 (Nine & Ten) 2010 || এসএসসি (ক্লাস নাইন টেন-নবম দশম) শ্রেণি বিজ্ঞান বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ বইগুলো এখান থেকে DOWNLOAD করুন।

Post a Comment

0 Comments