বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা আসন সংখ্যা ও ভর্তির
তথ্যাবলী
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬২ সালে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত হয়। বুয়েট দেশের প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে পথিকৃৎ এবং গবেষণার জন্য আন্তর্জাতিক পর্যায়েও সুপরিচিত। বুয়েটের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত প্রতিযোগিতামূলক। প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়, তবে মাত্র কয়েকশ’ শিক্ষার্থী সুযোগ পায়। এর ফলাফলস্বরূপ, শিক্ষার্থীদের মান অত্যন্ত উচ্চপর্যায়ের। এখানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, আর্কিটেকচারসহ বিভিন্ন বিষয় পড়ানো হয়। বুয়েটের গবেষণাগুলো দেশের বিদ্যুৎ, পানি সম্পদ, অবকাঠামো উন্নয়ন, এবং তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষকরা প্রায়শই সরকারের বিভিন্ন প্রকল্পে সহযোগিতা করে, যা দেশের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখে।
ঢাকার পলাশী এলাকায় অবস্থিত বুয়েট ক্যাম্পাসে আধুনিক ল্যাব, লাইব্রেরি, এবং গবেষণা কেন্দ্র রয়েছে। শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস, ক্রীড়া সুবিধা, এবং সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগও বিদ্যমান।বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপর্যায়ের পেশাজীবী হিসেবে কাজ করছে। অনেকেই বিশ্বমানের গবেষক, ইঞ্জিনিয়ার, এবং উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছে।বুয়েট শিক্ষার মান, গবেষণা, এবং নেতৃত্বের জন্য বাংলাদেশের গর্ব। এটি দেশের প্রকৌশল ও প্রযুক্তি উন্নয়নের মেরুদণ্ড হিসেবে বিবেচিত।
আসন সংখ্যা:
কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদসমূহে ৪ বছর মেয়াদী প্রকৌশল-এ স্নাতক ডিগ্রী, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে 8 বছর মেয়াদী ঘ্নাতক ডিগ্রী এবং স্থাপত্য বিভাগে ৫ বছর মেয়াদী স্নাতক ডিগ্রীর জন্য সর্বমোট আসন সংখ্যা ১৩০৫ টি ।
অনুষদ/বিভাগ |
আসন সংখ্যা |
কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল অনুষদ
|
|
(১) কেমিকৌশল বিভাগ (Department of Chemical Engineering)
|
১২০ |
(২) বস্ত ও ধাতব কৌশল বিভাগ (Department of Materials and Metallurgical
Engineering)
|
৬০ |
(৩) ন্যানোম্যাটেরিয়ালস এন্ড সিরামিক কৌশল বিভাগ (Department
of Nano-materials and Ceramic Engineering)
|
৩০ |
পুরকৌশল অনুষদ
|
|
(১) পুরকৌশল বিভাগ (Department of Civil Engineering)
|
১৯৫ |
(২) পানি সম্পদ কৌশল বিভাগ (Department of Water Resource
Engineering)
|
৩০ |
যন্ত্রকৌশল অনুষদ
|
|
(১) যন্ত্রকৌশল বিভাগ (Department of Mechanical Engineering)
|
১৮০ |
(২) নৌযান ও নোযন্ত্র কৌশল বিভাগ (Department of Naval
Architecture and Marine Engineering)
|
৫৫ |
(৩) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন কৌশল বিভাগ (Department
of Industrial and Production Engineering)
|
১২০ |
তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল অনুষদ
|
|
(১) তড়িৎ ও ইলেক্টনিক কৌশল বিভাগ (Department of Electrical
and Electronic Engineering)
|
১৯৫ |
(২) কম্পিউটার সায়েন্স এন্ড কৌশল বিভাগ (Department of
Computer Science and Engineering)
|
১৮০ |
(৩) বায়োমেডিক্যাল কৌশল বিভাগ (Department of Biomedical
Engineering)
|
৫০ |
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ
|
|
(১) স্থাপত্য বিভাগ (Department of Architecture)
|
৬০ |
(২) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ (Department of Urban and Regional
Planning)
|
৩০ |
মোট |
১৩০৫ |
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন:
ভর্তির জন্য নির্ধারিত মোট ১৩০৫ টি আসনের অতিরিক্ত বাংলাদেশের ক্ষুদ্র
নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য পৃথকভাবে প্রস্তুতকৃত মেধা তালিকা হতে
প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩ টি (কোন
বিভাগে ১ টি আসনের বেশী নয়) এবং স্থাপত্য বিভাগের জন্য ১ টি সহ সর্বমোট ৪ টি
আসন সংরক্ষিত থাকবে।
ভর্তির সর্বনিম্ন যোগ্যতা:
উপরোল্লেখিত ৪ টি সংরক্ষিত আসনসহ মোট ১৩০৯ টি আসনে ভর্তির জন্য নিম্ন বর্ণিত
সর্বনিম্ন যোগ্যতা প্রযোজ্য হবে।
(ক) প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মূল ভর্তি
পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধামান নির্ধারণ করা হবে। একাধিক প্রার্থী একই মোট নম্বর পেলে মূল ভর্তি পরীক্ষায়
ত্রমানুসারে পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত ও রসায়নে প্রাপ্ত
নম্বরের ভিত্তিতে মেধামান নির্ণয় করা হবে। একাধিক প্রার্থী উল্লেখিত বিষয়গুলোর
প্রতিটিতে একই নম্বর পেলে তাদের সকলকে একই মেধামান প্রদান করা হবে এবং উক্ত মেধামানে থাকা প্রার্থী সংখ্যা হতে এক বাদ দিয়ে
বাকী সংখ্যক ক্রম অতিক্রম করে পরবর্তী মেধামান প্রদান করা হবে।
উল্লেখ্য যে, প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির
যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে Module A এর পরীক্ষায় ন্যুনতম ১৩৩ নম্বর পেতে হবে। বায়োমেডিক্যাল কৌশল বিভাগে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে
উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যুনতম জিপি 8.00 পেতে হবে অথবা GCE “A”
লেভেল পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যুনতম B গ্রেড পেয়ে পাশ করতে হবে |
(খ) স্থাপত্য বিভাগের জন্য মুল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের
ভিত্তিতে মেধামান নির্ধারন করা হবে। একাধিক প্রার্থী একই মোট
নম্বর পেলে ভর্তি পরীক্ষায় ক্রমানুসারে মুক্তহস্ত অংকন, দৃষ্টিগত ও স্থানিক
ধীশক্তি, পদার্থ বিজ্ঞান, উচ্চতর গণিত ও রসায়নে প্রাপ্ত নম্বরের
ভিত্তিতে মেধামান নির্ণয় করা হবে। একাধিক প্রার্থী উল্লেখিত বিষয়গুলোর প্রতিটিতে
একই নম্বর পেলে তাদের সকলকে একই মেধামান প্রদান করা হবে এবং উক্ত মেধামানে থাকা প্রার্থী সংখ্যা হতে এক বাদ দিয়ে বাকী
সংখ্যক ক্রম অতিক্রম করে পরবর্তী মেধামান প্রদান করা হবে। উল্লেখ্য যে, স্থাপত্য বিভাগে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে Module B এর
পরীক্ষায় ন্যুনতম ১৬০ নম্বর পেতে হবে।
(গ) অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের ক্ষেত্রেও ডপরোল্লেখিত পদ্ধতি
অনুসরণ করা হবে।
(ঘ) ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বিভাগ বন্টনের ক্ষেত্রে উপরোল্লেখিত পদ্ধতি
অনুসরণ করার জন্য কোন বিভাগে নির্ধারিত আসনের অতিরিক্ত আসন প্রয়োজন হলে তা
বিবেচনা করা হবে।
প্রাক-নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ ও পাঠ্যসূচী:
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের বিভিন্ন বিভাগের জন্য নিম্নলিখিত
দুইটি গ্রুপের আওতায় এক দিনে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত
হয়।
গ্রুপ “ক”: প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
গ্রুপ “খ”: প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং
স্থাপত্য বিভাগ
বিভাগ | বিষয় | পাঠ্যসূচী |
গ্রুপ "ক": প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ গ্রুপ "খ": প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ | উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন | উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী |
| | |
প্রাক-নির্বাচনী পরীক্ষায় “ক” ও “খ” গ্রুপের জন্য মোট 100 নম্বরের MCQ Type পরীক্ষা অনুষ্ঠিত হয়:
* প্রতিটি প্রশ্নের মান ০১।
* প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫% কেটে নেয়া হয়।
* OMR শীটে শুধুমাত্র কালো কালির বলপয়েন্ট কলমের মাধ্যমে বৃত্ত ভরাট করা যাবে জেল পেন, ফাউন্টেন পেন অথবা পেন্সিল ব্যবহার করা যাবে না।
* অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
* মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচসহ যেকোনো প্রকার ইলেক্টনিক বা টেলিযোগাযোগ যন্ত্র, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, স্কেল, সেট-স্কয়ার, কম্পাস ও কোন প্রকার ব্যাগ পরীক্ষা কক্ষে নিয়ে আসা যাবে না।
* ডত্তরপত্রে Admission Test Roll No. এবং Application Serial ২০. না লিখলে বা ঘষামাজা করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
মূল ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও পাঠ্যসূচী:
মূল ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও পাঠ্যসূচী নিম্নরূপ:
মূল ভর্তি পরীক্ষায় “ক” গ্রুপের জন্য মোট ৪০০ নম্বরের এবং “খ” গ্রুপের জন্য মোট ৮০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক গ্রুপের পরীক্ষার বিষয় এবং বিষয়সমূহের পূর্ণমান নীচের ছকে দেয়া হলো:
* মুল ভর্তি পরীক্ষায় মডিউল A এবং মডিউল B এর প্রতিটি বিষয়ের সকল প্রশ্ন ও মূল্যায়ন প্রচলিত পদ্ধতিতে করা হবে৷ কোন বিষয়ে MCQ Type প্রশ্ন থাকবে না।
* মডিউল A এর প্রতিটি প্রশ্নের মান ১০ । মডিউল B এর মুক্তহস্ত অংকন সংক্রান্ত প্রতিটি প্রশ্নের মান ১১২, দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি সংক্রান্ত প্রতিটি প্রশ্নের মান ১৬। মুক্তহস্ত অংকনে 2B পেন্সিল ব্যবহার করতে হবে ।
* ভর্তি পরীক্ষার সময় কেবল কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার ও পরিশিষ্ট-ক অনুসারে অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে |
* মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচসহ যেকোনো প্রকার ইলেকট্রনিক বা ঢেলিযোগাযোগ যন্ত্র, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, স্কেল, সেট-স্কয়ার, কম্পাস ও কোন প্রকার ব্যাগ পরীক্ষা কক্ষে নিয়ে আসা যাবে না।
ভর্তি হওয়ার নিয়ম:
(ক) ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা এবং
প্রার্থীদের বিভাগ নির্বাচন তালিকা BUET- এর ওয়েবসাইটে (
www .buet.ac.bd) প্রকাশ করা হয়।
(খ) নির্বাচিত প্রার্থীদের বিভাগ নির্বাচন তালিকা প্রকাশের পর ভর্তি
কমিটিসমূহের সভাপতি কর্তৃক ঘোষিত নির্ধারিত তারিখে নির্বাচিত
প্রার্থীদেরকে মূল সনদপত্র, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফিসহ
উপস্থিত হতে হয়, লিখিত আবেদনের মাধ্যমে গৃহীত পূর্ব-অনুমতি ব্যতিরেকে
উক্ত তারিখে উপস্থিত না হলে ভর্তি যোগ্যতা বাতিল হয়ে যাবে, উল্লেখ্য যে,
ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মূল সনদপত্র ও গ্রেড শীটসমূহ ভর্তি কমিটিসমূহের
সভাপতির অফিসে জমা রাখা হবে।
(গ) মূল সনদপত্র যাচাইয়ের সময় ভর্তিযোগ্য প্রার্থীদের নিম্নলিখিত
দলিলাদি জমা দিতে হবে:
* মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল অথবা সমমানের পরীক্ষার মূল সনদপত্র ৷
* মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল অথবা সমমানের পরীক্ষার মূল গ্রেডশীট
|
* উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/আলীম অথবা সমমানের পরীক্ষার মূল গ্রেডশীট |
* মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল অথবা সমমানের পরীক্ষার সনদপত্র কপি।
* মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল অথবা সমমানের পরীক্ষার গ্রেডশীট কপি
|
* উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/আলীম অথবা সমমানের পরীক্ষার গ্রেডশীট
কপি |
* আবেদনকারীর সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের নাম সম্বলিত রঙিন ছবি |
* গ্রেডশীট-এর পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক
সত্যায়িত ট্যাবুলেশন শীটের কপিও গ্রহণযোগ্য হবে৷
(ঘ) সংরক্ষিত আসনের জন্য নির্বাচিত ক্ষুদ নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীতের প্রমাণস্বরূপ নিম্নোক্ত দলিলাদি জমা দিতে হবে।
* স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট
* নৃ-গোষ্ঠীর গোত্রের মোড়ল/হেডম্যান/গোত্রপ্রধান কর্তৃক প্রদত্ত
সার্টিফিকেট যা স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক কর্তৃক
সত্যায়িত হতে হবে।
(ঙ) ভর্তিযোগ্য প্রার্থীদের রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক স্বাস্থ্য
পরীক্ষা করাতে হবে। বুয়েটের ওযেবসাইটে প্রদত্ত ‘Medical Screening Form
for Admission’ ডাউনলোড করে তাতে রেজিস্টার্ড চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষার
ফলাফল লিপিবদ্ধ করবেন | পূরণকৃত ফরমটি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে জমা
দিতে হবে৷ দৃষ্টি শক্তির ত্রুটি সাত দিনের মধ্যে পুনঃপরীক্ষা করা যেতে
পারে। অস্থায়ী অনুপযুক্ততা যথা, হাইড্রোসিল, হার্ণিয়া ইত্যাদি এক মাসের
মধ্যে পুনঃপরীক্ষার জন্য বিবেচিত হতে পারে।
(চ) একজন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রমাণিত হলে দাখিলকৃত সনদ
ও গ্রেডশীট সমূহের সত্যতা যাচাইয়ের পর ভর্তি কমিটিসমূহের সভাপতির
অনুমোদনক্রমে তাকে একই দিনে প্রয়োজনীয় ফি জমা দিয়ে ভর্তি হতে হয়।
(ছ) প্রদত্ত অপশন ও ভর্তি পরীক্ষার মেধাস্থানের ভিত্তিতে প্রাপ্ত বিভাগে
ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাশ যথাসময়ে শুরু করা হয়।
List of ACCEPTABLE Calculators during Admission Test
CANON |
F200 |
F401 |
F402 |
F500 |
F501 |
F502 |
|
F601 |
F602 |
F604 |
F612 |
F720 |
|
CASIO |
FX82 SUPER |
FX82MS FX82MS2 |
FX100MS
FX100MS2
|
FX100ES |
FX100 ES
PLUS
|
FX115MS |
|
FX570MS |
FX570ES |
FX570 ES
PLUS
|
FX570W |
FX911MS |
FX911S |
|
FX991D |
FX991ES |
FX 991 ES
PLUS
|
FX991H |
FX991MS
FX991MS2
|
FX992S |
|
FX991EX |
FX991CW |
|
|
|
|
SHARP |
EL506L |
EL506R |
EL506V |
EL509G |
EL509L |
EL509R |
|
EL509V |
EL510R |
EL520G |
EL520L |
EL531GH |
EL531LH |
|
EL531P |
EL531RH |
EL531V |
EL531VB |
EL531VH |
EL546G |
|
EL546L |
EL546R |
EL546VA |
EL553 |
EL556G |
EL556L |
TEXAS
INSTRUMENTS
|
BA REAL ESTATE |
BA35SOLAR |
BAIIPLUS |
|
|
|
|
TI 25STAT |
TI 30
Challenger
|
TI 30X |
TI 30XA |
TI 30X
SOLAR
|
TI-30XIIS |
|
TI30XIIB |
TI 32 Xplorer PLUS |
TI 34 |
TI 35X |
TI 36
SOLAR
|
TI 36X
SOLAR
|
[উপরোক্ত তথ্য ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সর্বশেষ তথ্য অনুসারে]
0 Comments