Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪
BANGLADESH WATER DEVELOPMENT BOARD

নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online-এ দরখাস্ত আহবান করা হয়েছেঃ

পদের নাম ও বেতন গ্রেড:

১. উপ-সহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক), বেতন গ্রেড: ১০
স্কেল: টাকা ১৬০০০-৩৮,৬৪০/- পদের সংখ্যা: ৬৭ টি
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ 
(ক) কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রী;
তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না; এবং
(খ) এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।

২. উপ-সহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ), বেতন গ্রেড: ১০
স্কেল: টাকা ১৬০০০-৩৮,৬৪০/- পদের সংখ্যা: ১০ টি
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ 
(ক) কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্রকৌশল, ত্বড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রী; তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না; এবং
(খ) এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।

৩. হিসাব রক্ষক, বেতন গ্রেড: ১২, স্কেল: টাকা ১১৩০০-২৭৩০০/-, পদের সংখ্যা: ১৯ টি
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ 
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোন বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী;
তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না; এবং
(খ) এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।

উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারীকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধি-বিধান অনুসরণ করা হবে।

আবেদনের শেষ তারিখঃ ০৮ এপ্রিল ২০২৪ খ্রিঃ
১। আবেদন দাখিলের শেষ তারিখ ০৮/০৪/২০২৪ খ্রিঃ, সোমবার (বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত)।
২। উল্লিখিত পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন/সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
৩। আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র Online-এ আবেদন ফরম পূরণ এবং দাখিল করতে হবে। Online-এর মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ ক্রমিক ১ ও ২ নং পদের জন্য অফেরতযোগ্য নীট ৫০০/- (পাঁচশত) টাকা এবং ক্রমিক ৩ নং পদের জন্য অফেরতযোগ্য নীট ৩০০/-(তিনশত) টাকা Payment করতে হবে। প্রার্থীকে বাপাউবো'র Online Recruitment Portal (https://jobs.bwdb.gov.bd) এ login করে Registration করতঃ আবেদন দাখিল করতে হবে এবং Payment সম্পন্ন করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত Portal-এ পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। কোন আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না।
৪। Online-এ আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে। দাখিলকৃত সকল তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে। প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা যে কোন পর্যায়ে কোন দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগ প্রাপ্তির পরও যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে; এমনকি চাকুরী হতে বরখাস্ত করার ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

আবেদনের বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:
নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি


নিয়োগ বিজ্ঞপ্তি

সময় নিয়ে বুঝেশুনে ভালোভাবে সঠিকভাবে আবেদন করুন।

Post a Comment

0 Comments