Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

সরকারিভাবে প্রোগ্রাম্যাবল লজিক কন্ট্রোলার (PLC) এর উপর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ

সরকারিভাবে প্রোগ্রাম্যাবল লজিক কন্ট্রোলার (PLC) এর উপর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। আধুনিক প্রযুক্তির শিল্প কারখানার দ্রুত বিকাশের ফলে PLC এর ব্যবহার ব্যাপক হারে শুরু হয়েছে এবং সে অনুপাতে PLC এর উপর দক্ষ জনশক্তির অভাব রয়েছে। প্রোগ্রাম্যাবল লজিক কন্ট্রোলার (PLC) এর ওপর দক্ষতা অর্জনের লক্ষ্যে বিটাক, ঢাকায় ০২ (দুই) সপ্তাহব্যাপী প্রোগ্রাম্যাবল লজিক কন্ট্রোলার (PLC)-এর ৭০তম কোর্সটি আগামী ২১-০৪-২০২৪ ইং তারিখ শুরু হতে যাচ্ছে।

কোর্সের মেয়াদঃ ০২ সপ্তাহ (২১-০৪-২০২৪ ইং হতে ০২-০৫-২০২৪ ইং পর্যন্ত) (৭০ ঘন্টা)
বিটাকে প্রোগ্রাম্যাবল লজিক কন্ট্রোলার (PLC) এর উপর প্রশিক্ষণ

সংক্ষিপ্ত শিখন কনটেন্টঃ 

রিলে, সুইচ, লজিক গেট এর ব্যবহার, Siemens PLC এর সংযোগ, TIA Portal এর মাধ্যমে পিএলসি প্রোগ্রামিং, বিভিন্ন সেন্সরের ব্যবহার, Pneumatic ডিভাইস কন্ট্রোল, Logo PLC, HMI ডিজাইন, VFD অপারেশন, PID কন্ট্রোলার, Factory IO এর মাধ্যমে সিমুলেশন ইত্যাদি।

প্রশিক্ষণ ফিঃ ৭,৫০০/- (জন প্রতি)

আসন সংখ্যাঃ ২০ জন

ভর্তির সময়সীমাঃ ১৮-০৪-২০২৪ ইং তারিখ পর্যন্ত (আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে রেজিস্ট্রেশন করা হবে।)

শিক্ষাগত যোগ্যতাঃ বি.এসসি ইন ইঞ্জিনিয়ারিং/ ফলিত পদার্থ বিজ্ঞানে স্নাতক/ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ।

ক্লাসের সময় সূচীঃ প্রতিদিন সকাল ৯.০০ থেকে আনুমানিক বিকাল ৪.০০ পর্যন্ত ।

আগ্রহী ব্যক্তিবর্গ এবং শিল্প প্রতিষ্ঠানসমূহকে ভর্তি ফরম সংগ্রহের জন্যে বিটাক, ঢাকার প্রশিক্ষণ বিভাগে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে অথবা ভর্তি ফরম ফেসবুক: https://www.facebook.com/bitachg এবং  ওয়েব সাইট :www.bitac.gov.bd থেকে ডাউনলোড করা যাবে (আবেদনপত্র ডাকযোগে পাঠানো যাবে) অথবা আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন লিংক https://bitac.nise.gov.bd/courses

Post a Comment

0 Comments