অফিসিয়াল পাসপোর্ট যাদের জন্য প্রযোজ্য
বাংলাদেশে তিন ধরনের পাসপোর্ট প্রচলিত আছে, যথাঃ
- সবুজ পাসপোর্ট-সাধারণ জনসাধারণের জন্য
- নীল পাসপোর্ট-সককারি কর্মজীবীদের জন্য
- লাল পাসপোর্ট-কূটনৈতিক বা ডিপ্লোম্যাটদের জন্য
অফিসিয়াল পাসপোর্ট ইস্যু সংক্রান্ত স্বারাষ্ট্রমন্ত্রণালয়ের আদেশ মোতাবেক নিম্নলিখিত বিষয় উল্লেখ করা আছেঃ
(i) সকল মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরি দপ্তর/অধঃস্তন অফিসে কর্মরত সরকারি কর্মকর্তা/কর্মচারী যারা সরকারি আদেশ (GO) এর ভিত্তিতে সরকারি কাজে বিদেশ ভ্রমন করবেন;
(ii) স্বায়ত্বশাসিত সংস্থা/রাষ্ট্রায়ত্ত কর্পোরেশনে কর্মরত জাতীয় বেতন স্কেলের ঊর্ধ্বতন স্তর থেকে নিম্নতম ৯ম গ্রেড পর্যন্ত বেতনভুক্ত কর্মকর্তা যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সরকারি আদেশ (GO) এর ভিত্তিতে সরকারি কাজে বিদেশ গমন করবেন;
(iii) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর থেকে নিম্নতম ৯ম গ্রেড পর্যন্ত বেতনভূক্ত কর্মকর্তা যারা সরকারি আদেশ (GO) এর ভিত্তিতে সরকারি কাজে বিদেশ গমন করবেন;
(iv) জাতীয় সংসদের মাননীয় স্পিকার, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এর অনুমোদনক্রমে ইস্যুকৃত সরকারি আদেশ (GO) এর ভিত্তিতে যে সব কর্মকর্তা/কর্মচারী সরকারি কাজে বিদেশ গমন করবেন;
(v) বিশেষ আইন, অধ্যাদেশ/আদেশে প্রতিষ্ঠিত বিভিন্ন কমিশন/অথরিটি-তে কর্মরত জাতীয় বেতন স্কেলের উধ্বর্তন স্তর থেকে নিম্নতম ৯ম গ্রেড পর্যন্ত বেতনভূক্ত কর্মকর্তা যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সরকারি আদেশ (GO) এর ভিত্তিতে সরকারি কাজে বিদেশ গমন করবেন, তাদের বিনা ফি-তে (i-v পর্যন্ত) এবং
(vi) উপরোক্ত কর্মকর্তা/কর্মচারীগণের সরকারি আদেশ (GO) এর ভিত্তিতে চিকিৎসা, পবিত্র হজ্জ্ব পালন, তীর্থস্থান ভ্রমণের ক্ষেত্রে ফি গ্রহণ সাপেক্ষে অফিসিয়াল পাসপোর্ট ইস্যু করা হবে;
(vii) অন্যান্যদের সরকারি কাজে বিদেশ গমণের ক্ষেত্রে সরকারি আদেশ (GO) এর ভিত্তিতে বিনা ফি-তে এবং সকলের ক্ষেত্রে ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ইস্যুকৃত সরকারি আদেশ বা কর্তৃপক্ষের অনাপত্তি সনদের (NOC) এর ভিত্তিতে ফি গ্রহণ সাপেক্ষে সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে।
উপরোক্ত ক্ষেত্রে অফিসিয়াল পাসপোর্ট ইস্যুকরণ এখন পর্যন্ত কার্যকর আছে।
অন্যান্য ক্ষেত্রে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের (NOC) এর ভিত্তিতে ফি পাসপোর্ট করতে হবে।
NOC form নিচে দেওয়া হলোঃ
এখান থেকে সংগ্রহ করুন
NOC form যথাযথভাবে পূরণ করে, স্ব-স্ব দপ্তরের দপ্তর প্রধানের স্বাক্ষর গ্রহণ পূর্বক নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপলোড করতে হবে। আঞ্চলিক পাসপোর্ট অফিস ওয়েবসাইটে আপলোডকৃত NOC পরীক্ষা করে আপনার জন্য পাসপোর্ট ইস্যুকরণ প্রক্রিয়া শুরু করবেন।
0 Comments