NTRCA বিগত বছরের প্রশ্নঃ পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর (জেনারেল ইলেকট্রনিক্স)
বিষয়: জেনারেল ইলেকট্রনিক্স
পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান-১০০
ক বিভাগ থেকে যে কোনো আটটি এবং খ বিভাগ থেকে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে
ক বিভাগ (মান-৫*৮=৪০)
১. একটি আদর্শ সার্কিটের চিত্র অঙ্কন করে মৌলিক উপাদানগুলো চিহ্নিত করুন।
২. ব্যাটারির কর্মদক্ষতা কী? ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার রেটিং বলতে কী বুঝেন?
৩. সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য লিখুন। সিলিকন পরমাণুর পারমাণবিক গঠন বর্ণনা করুন ।
৪. ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে? মেজরিটি ও মাইনরিটি ক্যারিয়ার বলতে কী
বুঝেন ?
৫. অপারেশনাল অ্যামপ্লিফায়ার কী? চিত্রসহ এর মূলনীতি বর্ণনা করুন।
৬. ডি-মরগানের উপপাদ্যটি লিখুন। সরল করুন : Y = AB+ AB.
৭. একটি হাফ সাবট্রাক্টর সার্কিট অঙ্কন করে ট্রুথ টেবিল দেখান।
৮. NAND ও NOR Gate কী? NOR Gate দিয়ে মৌলিক Gate বাস্তবায়ন
করুন।
৯. ট্রান্সডিউসার কী? ইহা কত প্রকার ও কী কী উদাহরণসহ লিখুন।
১০. মডুলেশন কী? মডুলেশন কত প্রকার ও কী কী? মডুলেশন ফ্যাক্টর বলতে
কী বুঝেন?
১১. LCD এবং LED টেলিভিশনের মধ্যে ৫ (পাঁচ) টি পার্থক্য লিখুন।
১২. পূর্ণনাম লিখুন : EHT, NTSC, SECAM, HDTV, EPROM.
খ বিভাগ (মান-১০*৬=৬০)
১৩. P-N জাংশনের ফরোয়ার্ড ও রিভার্স বায়াস-এর সচিত্র বর্ণনা করুন ।
১৪. চিত্রসহ কম্পোজিট ভিডিও সিগন্যালের বর্ণনা করুন।
১৫. একটি CRO কী কী উপাদান নিয়ে গঠিত? CRO এর ব্লক ডায়াগ্রামসহ বিভিন্ন অংশের বর্ণনা করুন।
১৬. একটি J-K মাস্টার স্লেভ Flip Flop সার্কিট এঁকে এর Truth Table আঁকুন এবং কার্যপ্রণালী বর্ণনা করুন।
১৭. চিত্রসহ একটি ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী বর্ণনা করুন।
১৮. Super Hetarodyne AM Radio Receiver এর ব্লক ডায়াগ্রামসহ কার্যপ্রণালী বর্ণনা করুন ।
১৯. একটি মডার্ন টিভি রিসিভারের ব্লকচিত্র অঙ্কন করে প্রধান অংশের কার্যপ্রণালী বর্ণনা করুন।
২০. একটি ভার্টিক্যাল ডিফ্লেকশন সার্কিট অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করুন।
-সমাপ্ত-
0 Comments