Hot Post

    Loading......

Header Ads Widget

NRTCA বিগত বছরের প্রশ্নঃ পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর (জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস)

বিষয় : জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস
বিষয় কোড : ২০৮
পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান – ১০০
ক-বিভাগ
(যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিন)
মান ৫×৮ = 80

১। ডোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের সংজ্ঞা, প্রতীক এবং পরিমাপক যন্ত্রের নাম ও ব্যবহার লিখুন।

২। সিরিজ ও প্যারালাল বর্তনীর সমতুল্য রোধের সূত্র উল্লেখ করে যে কোনো একটি সূত্রের সত্যতা
যাচাই করুন।

৩। ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত পাঁচটি হ্যান্ড টুলস ও পাঁচটি ইকুপমেন্ট এর নাম লিখে তার
ব্যবহার লিখুন।

৪। আর্থিং এর উপাদানসমূহের নাম লিখুন। আর্থ রেজিস্ট্যান্স অনুমোদিত মানের চেয়ে কম হলে
সুবিধা কী?

৫। একটি তারের গায়ে ৩/০-০২৯ লিখা আছে। এর অর্থ কী? আর এম (rm) এর মান কত?

৬। বাসাবাড়ীতে লোডগুলো সরবরাহের সাথে সিরিজ সংযোগ করা হয় না কেন?

৭।তারের সুষ্ঠু জয়েন্ট করার পদক্ষেপ কয়টি ও কী কী? চিত্র অংকন করে বর্ণনা করুন ।

৮। দুই জায়গা থেকে একটি বাতিকে নিয়ন্ত্রণ বর্তনী আঁকুন।

৯। ১০০ কিলো ওহমের একটি রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ৫০ মিলি এ্যাম্পেয়ার কারেন্ট প্রবাহিত
করতে কী পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করতে হবে।

১০। একটি টিউব লাইটের সংযোগ বর্তনী অংকন করিয়া কীভাবে কাজ করে বর্ণনা করুন।

১১। পাওয়ার ফ্যাক্টর কী? ইহার সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত?

১২। বৈদ্যুতিক প্রতীক চিহ্ন অংকন করুনঃ এনার্জি মিটার, ব্যাটারী, ক্যাপাসিটর, ইন্ডাকটর, সার্কিট ব্রেকার।


খ-বিভাগ
(যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দিন)
মান ১০x৬ = ৬০
১৩। একটি বাড়ীর ওয়্যারিং এর কাজ শেষে কী কী পরীক্ষা করা হয়? কন্টিনিউটি টেস্ট পদ্ধতি বর্ণনা করুন।

১৪। চিত্রসহ ডিসি জেনারেটরের বিভিন্ন অংশের নাম লিখুন।

১৫। চিত্র অংকন পূর্বকসহ আর্থ লিকেজ ব্রেকারের কার্যপদ্ধতি বর্ণনা করুন।
১৬। একটি ইলেকট্রিক ইঞ্জির সম্ভাব্য ৫ (পাঁচ) টি ত্রুটি উল্লেখ করে তার প্রতিকার বর্ণনা করুন।

১৭। চিত্রসহ ড্রাইসেলের গঠন বর্ণনা করুন।

১৮। নিম্নের সার্কিটের সমতুল্য রোধ, কারেন্ট ও পাওয়ার বাহির করুন।
সার্কিট


১৯। একটি ইন্ডাকশন টাইপ এনার্জি মিটারের গঠন ও কার্যপ্রণালি বর্ণনা করুন।

২০। ফারাডের সূত্রটি উল্লেখপূর্বক প্রচলিত অর্থদ্বারা সূত্রটি প্রতিপাদন করুন।

Post a Comment

0 Comments