মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের বিগত বছর (২০২৩) এর লিখিত প্রশ্ন
মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, রমনা, ঢাকা
নিয়োগ পরীক্ষা-২০২৩
পদের নাম-অফিস সহায়ক
পূর্ণমান-৪০
সময়: ৬০ মিনিট
১. সন্ধি বিচ্ছেদ করুন:
(ক) তচ্ছবি
(খ) উজ্জীবন
(গ) মৃন্ময়
(ঘ) সম্পদ
(ঙ) কৃষ্টি
২. এক কথায় প্রকাশ করুন:
(ক) যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ
(খ) হরিণের চামড়া
(গ) যা দীপ্তি পাচ্ছে
(ঘ) জীবিত থেকেও যে মৃত
(ঙ) যা ক্রমশ বর্ধিত হচ্ছে
৩. বিপরীত শব্দ লিখুন:
(ক) আবির্ভাব
(খ) অসীম
(গ) অধমর্ণ
(ঘ) উৎকর্ষ
(ঙ) অগ্র
৪. Write Appropriate Preposition:
a) They entered..........the room.
b) My birthday is...........February.
c) He will finish the work...........a month.
d) Divide the mangoes.............them.
e) We should not laugh..............the poor.
৫. Write Opposite Gender: (a) Lord (b) Cock
৬. Write Appropriate Article:
a) Have you seen............. ewe?
b) He took.................short sleep.
(c) of the two girls, she is.............best.
৭. কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?
৮. বাংলাদেশের একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কোন নদী?
৯. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোন তারিখে অনুষ্ঠিত হয়?
১০. বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?
১১. মুক্তিযুদ্ধে 'বীরপ্রতীক' খেতাব প্রাপ্ত একজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন।
১২. বাংলাদেশের জাতির পিতার নাম লিখুন।
১৩. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
১৪. অফিস সহায়কের প্রধান কর্তব্য লিখুন।
১৫. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
১৬. ২০ জন শ্রমিক একটি পুকুর ৩০দিনে খনন করতে পারে। কতজন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে?
১৭. দুইটি রাশির যোগফল ২৪০। তাদের অনুপাত ১:৩ হলে রাশি দুইটি নির্ণয় করুন। ১ম রাশি ২য় রশির শতকরা কত হবে?
-সমাপ্ত-
ReplyForward |
0 Comments