বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ
Bangladesh Export Processing Zone Authority
বেপজার রাজস্বখাতে কর্মচারী নিয়োগ লিখিত পরিক্ষা- ২০১৮
পদের নামঃ সাব-স্টেশন এটেনডেন্ট
১) ইংরেজীতে আপনার নিজের পূর্ণ পরিচয় বর্ণনা করুন ( কমপক্ষে ১০ টি বাক্য থাকতে হবে)
২) আমাদের দেশে বর্তমান বিদ্যুৎ চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন এবং ঘরে ঘরে বিদ্যুৎ " বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করুন ।
৩) সংক্ষেপে উত্তর দিন:
ক) একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার ১.৫ গুন কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ট আউট হলো। এই দলের কতয়ান খেলোয়ার কট আউট হলো ?
খ) বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় কোন স্থানকে
গ) Facebook এর প্রতিষ্ঠাতা কে?
ঘ) বাংলাদেশের বিমান বহরে সম্প্রতি যুক্ত হওয়া বোয়িং - ৭৮৭ ড্রিমলাইনার বিমানের কী নামকরণ করা হয়েছে ?
ঙ) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে কী নামে পরিচিত?
৪) স্টেপ আপ ট্রান্সফর্মার ও স্টেপ ডাউন ট্রান্সফর্মার কি? কখন কোন ধরনের ট্রান্সফর্মার ব্যবহৃত হয় ?
৫) সার্কিট ব্রেকারের কাজ কি। বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে সিস্টেম লস হওয়ার কারণ কি ?
৬) সাব-স্টেশন কাকে বলে ? সাব-স্টেশনের কাজ বর্ণনা করুন।
৭) অবস্থান অনুসারে পাওয়ার সিস্টেম নেট ওয়ার্কের সাব-স্টেশনের শ্রেণীবিভাগ গুলো লিখুন।
৮) বৈদ্যুতিক সাব-স্টেশনে দুর্ঘটনা এড়াতে কী কী সতর্কতা মূলক ব্যবহার গ্রহণ করা আবশাক বর্ণনা করুন ।
-সমাপ্ত-
বিগত বছরের প্রশ্ন অনুসরণ করে পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করুন। আপনাদের সফলতা কামনা করছি।
0 Comments