Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (পুরাতন সিলেবাস/সংস্করণ)

বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (পুরাতন সিলেবাস/সংস্করণ):

NCTB old syllabus (এনসিটিবি পুরাতন পাঠ্যক্রম/নবম-দশম শ্রেণি): সরকারি চাকরির পরীক্ষা, বিসিএস লিখিত পরীক্ষা, বিসিএস প্রলিমিনারীসহ সকল পরীক্ষা প্রস্তুতি এবং ছেলেমেয়েদের বাংলা ব্যাকরণ সহজভাবে বুঝার জন্য পুরাতন সিলেবাসের এই বইটির বিকল্প নেই।

বাংলা ভাষার ব্যাকরণ, রচনাঃ মুনীর চৌধুরী এবং তোফাজ্জল হায়দার চৌধুরী

মাধ্যমিক স্তরে বাংলা একটি আবশ্যিক বিষয়।বাংলা আমাদের মাতৃভাষা রাষ্ট্রভাষা এবং শিক্ষার মাধ্যম। মাধ্যমিক স্তরে মাতৃভাষা বাংলায় দক্ষতা অর্জন করতে হলে এ ভাষায় ব্যবহারিক ও সৃজনশীল-উভয় দিকেই শিক্ষার্থীর পারদর্শিতা থাকা আবশ্যক। এ উদ্দেশ্য অর্জনের জন্য বাংলা ভাষার ধারণশক্তি ও প্রকাশক্ষমতা বৃদ্ধি করে এর যুগোপযোগী, ভাবোপযোগী ও বিষয়োপযোগী শুদ্ধ প্রয়োগ করতে হবে; সেজন্য বাংলা ভাষার ব্যাকরণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। যৌক্তিক মূল্যায়নের মাধ্যমে সংশোধিত ও পরিমার্জিত "বাংলা ভাষার ব্যাকরণ” নবীন ও আগ্রহী শিক্ষার্থীদের এ প্রয়োজন অনেকাংশে মেটাতে সক্ষম হবে বলে আশা করা যায়।

মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (Bengali Grammar) এসএসসি (ক্লাস নাইন টেন-নবম দশম) পুরাতন সিলেবাস
বইঃ মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (Bengali Grammar) এসএসসি (ক্লাস নাইন টেন-নবম দশম) পুরাতন সিলেবাস


এখান থেকে সংগ্রহ করুন

সূচিপত্র

প্রথম অধ্যায়

  • প্রথম পরিচ্ছেদ ভাষা 
  • দ্বিতীয় পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় 

দ্বিতীয় অধ্যায়

  • প্রথম পরিচ্ছেদ ধ্বনিতত্ব 
  • দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনির পরিবর্তন 
  • তৃতীয় পরিচ্ছেদ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান 
  • চতুর্থ পরিচ্ছেদ সন্ধি 

তৃতীয় অধ্যায়

  • প্রথম পরিচ্ছেদ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ 
  • দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিরুক্ত শব্দ 
  • তৃতীয় পরিচ্ছেদ সংখ্যাবাচক শব্দ 
  • চতুর্থ পরিচ্ছেদ বচন 
  • পঞ্চম পরিচ্ছেদ পদাশ্রিত নির্দেশক 
  • ষষ্ঠ পরিচ্ছেদ সমাস 
  • সপ্তম পরিচ্ছেদ উপসর্গ 
  • অষ্টম পরিচ্ছেদ ধাতু 
  • নবম পরিচ্ছেদ কৃৎ-প্রত্যয়ের বিস্তারিত আলোচনা 
  • দশম পরিচ্ছেদ তদ্ধিত প্রত্যয় 
  • একাদশ পরিচ্ছেদ শব্দের শ্রেণিবিভাগ 

চতুর্থ অধ্যায়

  • প্রথম পরিচ্ছেদ পদ-প্রকরণ 
  • দ্বিতীয় পরিচ্ছেদ ক্রিয়াপদ 
  • তৃতীয় পরিচ্ছেদ কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ 
  • চতুর্থ পরিচ্ছেদ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ 
  • পঞ্চম পরিচ্ছেদ বাংলা অনুজ্ঞা 
  • ষষ্ঠ পরিচ্ছেদ ক্রিয়া-বিভক্তি : সাধু ও চলিত 
  • সপ্তম পরিচ্ছেদ কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ 
  • অষ্টম পরিচ্ছেদ অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ 

পঞ্চম অধ্যায়

  • প্রথম পরিচ্ছেদ বাক্য প্রকরণ 
  • দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা 
  • তৃতীয় পরিচ্ছেদ বাচ্য এবং বাচ্য পরিবর্তন 
  • চতুর্থ পরিচ্ছেদ উক্তি পরিবর্তন 
  • পঞ্চম পরিচ্ছেদ যতি বা ছেদ-চিহ্নের লিখন কৌশল 
  • ষষ্ঠ পরিচ্ছেদ বাক্যের শ্রেণিবিভাগ 
  • সপ্তম পরিচ্ছেদ বাক্যে পদ-সংস্থাপনার ক্রম

চাকরি প্রস্তুতির জন্য বিভিন্ন উপকরণ পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।

Post a Comment

0 Comments