MCQ for BCS and Others Govt. Jobs Preparation | এমসিকিউ প্রশ্ন পর্ব-১ (part-1)। এছাড়াও বিদ্যুৎ ও এনার্জি সেক্টরের চাকরির প্রস্তুতির জন্য এমসিকিউ প্রশ্ন গুলো কাজে আসবে। পরিকল্পনা মাফিক প্রস্তুতি নিন ইনশাল্লাহ্ সফলতা আসবে।
১. USB এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Universal serial bus
২. বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত?
উত্তরঃ ৫০ হার্জ
৩. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তরঃ ১১ টি
৪. বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ পিজিসিবি (PGCB)
উত্তরঃ Universal serial bus
২. বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত?
উত্তরঃ ৫০ হার্জ
৩. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তরঃ ১১ টি
৪. বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ পিজিসিবি (PGCB)
৫. সুয়েজ খাল কোথায় অবস্থিত?
উত্তরঃ মিশর
৬. পৃথিবীর গভীরতম স্থানের নাম কি?
উত্তরঃ মারিয়ানা ট্রেঞ্চ
৭. যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ ১৭৭৬ সালে
৮. কাতারের বিখ্যাত নিউজ চ্যানেলের নাম কি?
উত্তরঃ আল জাজিরা
৯. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত?
উত্তরঃ কাশ্মীর
১০. একাত্তরের ডায়েরী কার লেখা?
উত্তরঃ সুফিয়া কামাল
১১. বনফুল কার ছদ্মনাম?
উত্তরঃ বালাইচাঁদ মুখোপাধ্যায়
১২. কবর নাটক কে লিখেছেন?
উত্তরঃ মুনির চৌধুরী
১৩. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকের নাম কি?
উত্তরঃ স্বাধীনতা পদক
১৪. ব্রেইল পদ্ধতি ব্যবহার করে লেখাপড়া করে কারা?
উত্তরঃ দৃষ্টি প্রতিবন্ধীরা
১৫. কারাগারের রোজনামচা গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৬. গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৭. একাদশে বৃহস্পতি অর্থ কি?
উত্তরঃ সৌভাগ্যের বিষয়
১৮. সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তরঃ নাইট্রোজেন
১৯. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে?
উত্তরঃ অ্যাটর্নি জেনারেল
২০. জাগ্রত চৌরঙ্গী কোথায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুর
২১. কিয়োটো প্রটোকল কিসের সাথে সম্পর্কিত?
উত্তরঃ পরিবেশ
২২. বাংলা গদ্যের জনক কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৩. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তরঃ ভোলা
২৪. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তরঃ লুই আই কান
২৫. মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কতটি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়?
উত্তরঃ চারটি
২৬. বাংলাদেশে ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স কত?
উত্তরঃ ১৮ বছর
২৭. বাংলাদেশের জাতীয় প্রতীকে কি কি রয়েছে?
উত্তরঃ পাট শাপলা
২৮. নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে
উত্তরঃ ভারত চীন
২৯. মুক্তা হলো ঝিনুকের কিসের ফল?
উত্তরঃ প্রদাহের ফল
৩০. চাচা কাহিনী গ্রন্থের লেখক কে?
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
৩১. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দ্বারা?
উত্তরঃ ট্যাংস্টেন
৩২. পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে কোন রেখা?
উত্তরঃ নিরক্ষরেখা
৩৩. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ দিনাজপুর
৩৪. বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী
৩৫. ইঁদুর কপালে শব্দের অর্থ কি?
উত্তরঃ নিতান্ত মন্দভাগ্য
৩৬. আস্তানা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ ফারসি
৩৭. কার্বনের রূপভেদ দুটি কি কি?
উত্তরঃ হীরক ও গ্রাফাইট
৩৮. নীহাররঞ্জন গুপ্তের ছদ্মনাম কি?
উত্তরঃ বাণভট্ট
৩৯. বিষবৃক্ষ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪০. বাংলাদেশে হাজংদের বসবাস কোথায়?
উত্তরঃ নেত্রকোনায়
৪১. কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের স্থপতি কে?
উত্তরঃ মোঃ ফয়েজ উল্লাহ
৪২. বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?
উত্তরঃ পিপীলিকা
৪৩. নীল নদের উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ লেক ভিক্টোরিয়া
৪৪. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?
উত্তর ত্বক
৪৫. মুক্তিযুদ্ধে কয়টি ব্রিগেড ছিল?
উত্তরঃ ০৩ (তিন) টি
৪৬. জাতীয় শিশু দিবস কত তারিখে?
উত্তরঃ ১৭ মার্চ
৪৭. বাংলাদেশের প্রাচীনতম জাদুঘরের নাম কি?
উত্তরঃ বরেন্দ্র গবেষণা জাদুঘর
৪৮. বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
উত্তরঃ হাকালুকি
৪৯. অক্সিজেনের আবিষ্কারক কে?
উত্তরঃ জোসেফ প্রিস্টলি
৫০. লালন শাহ সেতু কোন নদীর উপর অবস্থিত?
উত্তরঃ পদ্মা নদী
সরকারি চাকরির প্রস্তুতির জন্য এমন প্রশ্ন ও উত্তরের জন্য আমাদের পোস্টগুলো অনুসরণ করুন।
আগের লেখার লিংক পেতে এখানে ভিজিট করুন।
ReplyForward |
0 Comments