Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

জ্বালানি নিরীক্ষক সনদ পরীক্ষার তথ্যাবলী। Energy Auditor Certificate Exam information

জ্বালানি নিরীক্ষক সনদ পরীক্ষার তথ্যাবলী। Energy Auditor Certificate Exam  Information:

Sustainable And Renewable Energy Development Authority (SREDA)

জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বিধিমালা এবং জ্বালানি নিরীক্ষা প্রবিধানমালা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানির বৃহৎ ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহে জ্বালানির দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে জ্বালানি নিরীক্ষক দ্বারা জ্বালানি নিরীক্ষা কার্যক্রম পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে। এ কার্যক্রমের সফল বাস্তবায়নে স্রেডা দেশে পর্যাপ্ত সংখ্যক জ্বালানি নিরীক্ষক তৈরীর লক্ষে জ্বালানি নিরীক্ষক সনদ পরীক্ষা পরিচালনা করে থাকে।এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা জ্বালানি নিরীক্ষক হিসেবে কাজ করার অনুমতি পান। এই পরীক্ষা পদ্ধতির বিস্তারিত নিচে উল্লেখ করা হলোঃ

জ্বালানি নিরীক্ষক সনদ পরীক্ষার তথ্যাবলী


জ্বালানি নিরীক্ষক সনদ পরীক্ষা নিম্নোক্ত ৪’টি পেপারে বিভক্তঃ

Paper Subject Module
Paper 1 Fundamentals of Energy Management and Energy Audit
Paper 2 Energy Efficiency in Thermal Systems
Paper 3 Energy Efficiency in Electrical Systems
Paper 4 Energy performance assessment for Equipment and Utility Systems

পেপার ভিত্তিক পরীক্ষার সময় এবং নম্বর বন্টনঃ

Day Paper No. Duration Marks
1 Paper 1 3 hrs 150
2 Paper 2 3 hrs 150
3 Paper 3 3 hrs 150
4 Paper 4 3 hrs 100

  • পরীক্ষার বিস্তারিত সময়সূচী প্রবেশপত্রে উল্লেখ থাকবে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী:

  • পরীক্ষার সিলেবাস ও প্রস্তুতির লক্ষে প্রতিটি পেপারের জন্য একটি করে মডিউল তৈরি করা হয়েছে যা স্রেডার ওয়েবসাইট (www.sreda.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।
  •  পেপার-১, ২ এবং ৩ এ 100, বর্ণনামূলক ও গাণিতিক প্রশ্ন থাকবে।
  • পেপার ৪,  Open Book Exam হবে এবং পরীক্ষার্থীকে উপরোক্ত মডিউল-৪ পরীক্ষার দিন সাথে করে নিয়ে আসতে হবে। এই পেপারেও  MCQ, গাণিতিক ও বর্ণনামূলক প্রশ্ন থাকবে।
  • জ্বালানি নিরীক্ষক সনদ পরীক্ষার মাধ্যম হবে ইংরেজি।
  • প্রতিটি পেপারে উত্তীর্ণের জন্য পরীক্ষার্থীকে নূন্যতম ৭০% নম্বর অর্জন করতে হবে।
  • যদি কোনো পরীক্ষার্থী কোনো একটি বিষয়ে অনুত্তীর্ণ হন, সেক্ষেত্রে উক্ত বিষয়ের জন্য তিনি ৪ (চার) হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে পরবর্তী নিয়মিত ৩ (তিন) টি পরীক্ষার মধ্যে সর্বোচ্চ ২ দই) বার অনুত্তীর্ণ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

 জ্বালানি নিরীক্ষক সনদের মেয়াদ ও নবায়ন:

  • জ্বালানি নিরীক্ষক সনদের মেয়াদ ৫ (পাঁচ) বছর এবং প্রতি  ৫ পৌঁচ) বছর পর পর তা নবায়নযোগ্য হবে।
  • জ্বালানি নিরীক্ষক সনদ নবায়নের উদ্দেশ্যে পে-অর্ডার/ভিডি এর মাধ্যমে ১০ দেশ) হাজার টাকা নবায়ন ফি সহ জ্বালানি নিরীক্ষা প্রবিধানমালা-২০১৮  এর নির্দিষ্ট ফরম অনুসারে কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে আবেদন প্রাপ্তির পর কর্তৃপক্ষের নিকট যদি প্রতীয়মান হয় যে আবেদনকারীর পূর্ববর্তী কর্মকান্ড সন্তোষজনক এবং তিনি পূর্ববর্তী ৪ (চার) বছরে নূন্যতম ৫ (পাঁচ) টি স্থাপনায় জ্বালানি নিরীক্ষা সম্পাদন করেছেন তা হলে তার জ্বালানি নিরীক্ষক সনদ নবায়নযোগ্য হবে।
বাংলাদেশে জ্বালানি নিরীক্ষক সনদের চাহিদা দিন দিন বাড়ছে। স্রেডার ওয়েবসাইট থেকে নিয়মিত আপডেট তথ্যগুলো জেনে প্রস্তুতি গ্রহণ করুন। সবার সাফল্য কামনা করছি।

Post a Comment

0 Comments