Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

Electrical Cable Codes & Nomenclatures || বৈদ্যুতিক তারের (ক্যাবল) কোড এবং নোমেনক্লেচার

Electrical Cable Codes & Nomenclatures || বৈদ্যুতিক তার তথা ক্যাবলের কোড এবং নোমেনক্লেচারঃ

আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা কর্মক্ষেত্রে ইলেকট্রিক্যাল বিষয় গুলো নিয়ে কাজ করি, বিশেষ করে যারা পাওয়ার স্টেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, পাওয়ার ট্রান্সমিশন সেক্টরে চাকরি করি এবং শিল্পকারখানা ও আবাসিক এলাকায় বিদ্যুৎ সংযোগ দিয়ে থাকি তাদের বৈদ্যুতিক তার তথা ক্যাবলের প্রকৃতি, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা, ইনসুলেশন লেভেল ইত্যাদি বিষয়ে ভালোভাবে জানা থাকা আবশ্যক। ক্যাবলের গায়ে লেখা কোড গুলো দেশীয় এবং আন্তর্জাতিক কিছু স্ট্যান্ডার্ড মেনে করা হয়। আসুন আমরা কিছু কোডের সাথে পরিচিত হই।


Fig. Electric Cable (Photo from freepik)

Sl No. Nomenclature Interpretation
1. IEC International electro technical Commission
2. BDSI Bangladesh standard institution
3. VDE Union of German Electrical engineers BS- British Standard
4. N According to VDA standard (VDE 0250/3.69 and VDE 0271 / 3.69)
5. B According to British Matric standard (BS 6004 BS 6343; 1969)
6. VDE Union of German Electrical engineers BS- British Standard
7. Y Insulated and sheathed of thermoplastic based on PVC poly Vinyl chloride
8. A Insulated non-sheathed single core cable
9. M Sheathed cable as per BS 6004
10. F Flat cable (BD and BS)
11. T Supporting wire rope
12. E Earth continuity conductor
13. C Concentric conductor of copper
14. H Field limiting conducting layers over the conductor and over the insulation
15. S Shield of copper
16. SE Feel limiting conducting layer over each individual conductor and insulation and shield of copper over each individual Core (the code letter H is left out in this case)
17. F Galvanized steel flat wire armouring (VDE 0271)
18. S Shield of copper
19. R Galvanized steel round wire armoringr
20. Gb Helical galvanized steel tape
21. I International colour code: cable processing a green-yellow identification core
22. RE Conductor of single solid wire having circular cross section
23. RM Conductor of multiple stranded wire having circular cross section
24. SM Conductor of multiple is stranded wire having sector shaped cross section

নিচের ছবিতে আমরা একটি মাল্টিকোর কপার ক্যাবল দেখতে পাচ্ছি:


এখানে,
         1 = Annealed copper
         2 = PVC insulation
         3 = PVC inner sheathed
         4 = Gray PVC outer sheathed

*এটি একটি BYM type ক্যাবল। কিভাবে বুঝলাম? আসুন আলোচনা করা যাক।
B = As per BDS 900, BS 6004 Standard
Y = Insulated and sheathed of thermoplastic based on PVC poly Vinyl chloride
M = Sheathed cable as per BS 6004

উপরের ছবিতে দেখা যাচ্ছে, ক্যাবলটিতে তিনটি কোর আছে। কোর তিনটি সলিড না অর্থ্যাৎ অনেকগুলো কপার তারের সমষ্টি, বাংলায় এদেরকে খেই বলে। এধরনের ক্যাবলকে RM ক্যাবল বলা হয়। কোর তিনটির যথাক্রমে হলুদ, খয়েড়ী ও ধূসর রঙ্গের ইনসুলেশন রয়েছে এবং তাদেরকে ঘিরে আছে কালো রঙ্গের আরেকটি ইনসুলেশন, দেখুন এটি Y কোডের পরিচিতির সাথে মিলে গেছে।
তারপর ক্যাবলটির একেবারে বাইরের দিকে হালকা ছাই রঙ্গের আরেকটি ইনসুলেশন রয়েছে। যা পুরো ক্যাবলটিকে চাদরের মত জড়িয়ে আছে, এটাই হলো কোড M। আশা করি পুরো ব্যাপারটা বুঝা গেছে।

আমরা এই সাইটে কারিগরি অনেক বিষয়ের বেসিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ্ ।

আমাদের সাথেই থাকুন।
আসসালামুয়ালাইকুম।।

Post a Comment

3 Comments

  1. ধন্যবাদ.....
    এ রকম আরও পোস্ট চাই

    ReplyDelete
  2. Informative post ,,,,,,,,,,,,,,,,,,,,,good job

    ReplyDelete