Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

BCS/NTRCA/primary/power sector job taken by BUET/varsity admission test সহ অন্যান্য সকল সরকারি চাকরির প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য।

BCS/NTRCA/primary/power sector job taken by BUET/varsity admission test সহ অন্যান্য সকল সরকারি চাকরির প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি পর্ব-১:


১. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয় কত সালে?

উত্তরঃ ১ জুলাই, ১৯৯১ সালে

২. বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?
উত্তরঃ ২০১২ সালে

৩. বাংলাদেশের কয়লা সমৃদ্ধ জেলার নাম কি?
উত্তরঃ দিনাজপুর

৪. জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
উত্তরঃ ১৭ টি

৫. দেশের নোট প্রচলন করে কোন ব্যাংক?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক

৬. ব্লু ইকোনমির ধারণাটি কিসের সাথে সম্পর্কযুক্ত?
উত্তরঃ সমুদ্র অর্থনীতির সাথে

৭. বেইল আউট  শব্দটি কিসের সাথে জড়িত?
উত্তরঃ অর্থনীতি

৮. বাংলাদেশী কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম  লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু করে?
উত্তরঃ বেক্সিমকো ফার্মা

৯. বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান নিয়োগ করেন কে?
উত্তরঃ রাষ্ট্রপতি

১০. বাজেট এর কয়টি অংশ ও কি কি?
উত্তরঃ দুটি অংশ (i) রাজস্ব বাজেট ও (i) উন্নয়ন বাজেট

১১. বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ টেকনেক (ECNEC) এর সভাপতি কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী

১২. বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতি চালু হয় কবে?
উত্তরঃ 1991 সালে

১৩. বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে কোন দেশে?
উত্তরঃ ডেনমার্কে

১৪. ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তরঃ বাণিজ্য মন্ত্রণালয়

১৫. বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক?
উত্তরঃ ডাচ বাংলা ব্যাংক

১৬. বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়?
উত্তরঃ 1998 সালে

১৭. বিশ্ববাজারে বাংলাদেশের ব্লাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?
উত্তরঃ কুষ্টিয়া গ্রেড

১৮. বাংলার শস্য ভান্ডার হিসেবে পরিচিত কোন জেলা?
উত্তরঃ বরিশাল

১৯. মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্রের নাম কি?
উত্তরঃ ওরা ১১ জন

২০. বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় কত সালে?
উত্তরঃ ১৭ জানুয়ারি, ১৯৭২

২১. কোন নদী বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে?
উত্তরঃ নাফ নদী

২২. কর বিভাগ কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত?
উত্তরঃ অর্থ মন্ত্রণালয়

২৩.  ইলা মিত্রের নেতৃত্বে কোন আন্দোলন সংঘটিত হয়?
উত্তরঃ তেভাগা আন্দোলন

২৪. "সাইমন কমিশন" নামে ব্যাঙ্গাত্মক কবিতা লিখেন কোন কবি?
উত্তর কাজী নজরুল ইসলাম

২৫. মোহাম্মদ আলী জিন্না কত সালের দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন?
উত্তরঃ ১৯৩৯ সালে

২৬. বাংলা একাডেমির প্রাক্তন নাম কি?
উত্তরঃ বর্ধমান হাউস

২৭. সচিবালয়ে কর্মরত ভাষা শহীদের নাম কি?
উত্তরঃ আব্দুস সালাম

২৮. ঘেরাও শব্দটি কোন রাজনীতিবিদ প্রথম ব্যবহার করেন?
উত্তরঃ মাওলানা ভাসানী

২৯. সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কার লেখা?
উত্তরঃ অ্যালেন গিন্সবার্গ

৩০. কনসার্ট ফর বাংলাদেশের পরিচালক কে ছিলেন?
উত্তরঃ সল সুইমার

৩১. বাংলার শস্য ভান্ডার হিসেবে পরিচিত কোন জেলা?
উত্তরঃ বরিশাল

৩২. বাংলাদেশের প্রথম কৃষি মন্ত্রীর নাম কি?
উত্তরঃ এ.এইচ.এম. কামরুজ্জামান

৩৩. সুন্দরবনের বাঘ গণনার জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
উত্তরঃ পাগমার্ক (পদচিহ্ন) ও ক্যামেরা পদ্ধতি

৩৪. সূর্য কন্যা বলা হয় কোন গাছকে?
উত্তরঃ তুলা গাছ

৩৫. জাতীয় সংসদে কাস্টিং ভোট কি?
উত্তরঃ স্পিকারের ভোট

৩৬. জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত?
উত্তরঃ ২১৫ একর

৩৭. স্টেলা মেরিস জাহাজের নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ আনন্দ শিপইয়ার্ড

৩৮. বেপজা গভর্নর বোর্ডের চেয়ারপার্সন কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী

৩৯. জল কেলি কাদের উৎসব?
উত্তরঃ রাখাইন

৪০. চাকমাদের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ উৎসবের নাম কি?
উত্তরঃ বিজু

৪১. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্যানিং

৪২. সতী দাহ প্রথা রহিত হয় কত সালে?
উত্তরঃ ১৮২৯ সালে

৪৩. বেঙ্গল প্যাক্ট কার উদ্যোগে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ চিত্তরঞ্জন দাস

৪৪. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কত নং তাফসিলে সংযোজন করা হয়েছে?
উত্তরঃ ৭ম তফসিলে

৪৫. দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক কে?

উত্তরঃ গ্যারি জে ব্যাস

৪৬. "Let there be light" বিখ্যাত চলচ্চিত্রটি পরিচালনা করেন কে?
উত্তরঃ জহির রায়হান

৪৭. "Concert for Bangladesh কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ নিউইয়র্ক

৪৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উত্তরঃ উ থান্ট

৪৯. "একাত্তরের যীশু" এর নির্মাতা কে?
উত্তরঃ নাসির উদ্দিন ইউসুফ

৫০. কৃষি দিবস কবে?
উত্তরঃ ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর)


Post a Comment

0 Comments